দেশ

আগামী দশ দিনে বাড়ি ফিরবেন আরো ৩৬ লক্ষ পরিযায়ী শ্রমিক।

সারা দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি করছে করোনা। এইরকম পরিস্থিতিতে প্রতিদিন বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার শ্রমিক ফিরে আসছে। আর তার ফলে আরো বাড়ছে আক্রান্তের সংখ্যা। শ্রমিকদের মধ্যে হাজার হাজার করোনা ধরা পড়ছে। পরিযায়ী শ্রমিকরা ফিরে বেশিরভাগ ক্ষেত্রেই হোম কোয়ারেন্টাইন এ থাকছেন। ফলে তাদের পরিবারের লোকও আক্রান্ত হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে ভারতীয় রেল বোর্ডের চেয়ারপারসন বিনোদ কুমার যাদব জানিয়েছেন আগামী দশ দিনে দেশে 36 লক্ষ পরিযায়ী শ্রমিককে তাদের ঘরে ফেরানো হবে। ইতিমধ্যেই 40 লক্ষের বেশি পরিশ্রমিকে তাদের ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় কয়েক হাজার টিকিট কাউন্টার খোলা হয়েছে।

যদিও রেল বোর্ডের দাবি সামাজিক দূরত্ব মেনে ফেরানো হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ফিরে আসা শ্রমিকদের মধ্যে বহুজন করোনা আক্রান্ত। যে সমস্ত এলাকায় এতদিনে একটিও আক্রান্ত হয়নি সে সমস্ত জায়গায় পরিযায়ীরা ফেরার পর বহু জন আক্রান্ত হয়ে পড়ছেন। ধীরে ধীরে গ্রীন জোন বা অরেঞ্জ জোন রেড জোনে পরিনত হচ্ছে কেবলমাত্র পরিশ্রমীদের কারণে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কেন লকডাউনের শুরুতেই বা ঘোষণার আগেই পরিযায়ীদের ফিরিয়ে আনা হলো না তা নিয়ে। রেল বোর্ডের চেয়ারম্যান আরো জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ঝড়ের কারণে কয়েকদিন ট্রেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। অন্যান্য রাজ্যে যেমন গতিতে চলছিল তেমনভাবেই চলবে বলেও জানা গেছে।

Leave a ReplyCancel reply