আমফান মোকাবিলায় বিশেষ নজর ভারতীয় নৌ সেনার। বিশাখাপত্তনম থেকে পশ্চিমবঙ্গে এসে পৌঁছাল ডুবুরির দল। মঙ্গলবার দুপুরে নৌ সেনার ডরনিয়ার বিমানে করে এসে পৌছয় তারা। সাইক্লোন পরিস্থিতিতে রাজ্য সরকারকে সাহায্য করার জন্যে তারা এসেছে। আপাতত এই দল মোতায়েন থাকবে ডায়মন্ডহারবারে নৌ বাহিনীর ইউনিটে।
জানা গেছে, যে কোনও ধরনের উদ্ধার কাজে এই দল রাজ্যকে সাহায্য করবে। অন্যদিকে একটি দল মোতায়েন থাকবে উড়িষ্যার চিল্কা এলাকায়। আমফানের ধাক্কায় বিচ্ছিন্ন হতে পারে রেল যোগাযোগ ব্যবস্থা। সুপার সাইক্লোনের জেরে রেল চলাচল নিয়ে একগুচ্ছ পরিকল্পনা নিল দক্ষিণ পূর্ব রেল। তাদের তরফে জানানো হয়েছে, বুধবার কোনও যাত্রীবহনকারী ট্রেন খড়গপুর-ভদ্রক সেকশনে চলাচল করবে না। আবহাওয়া দফতরের সাথে কথা বলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সবমিলিয়ে করোনা মোকাবিলায় তঠস্থ নৌবাহিনীও।