দেশ

আরও ৫ রাজনৈতিক নেতাকে মুক্ত করল জম্মু-কাশ্মীর প্রশাসন

৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রায় টানা পাঁচ মাস ধরে এখনও সেখানকার পরিস্থিতি স্বাাভাবিক হয়নি। এখনও বহু জায়গায় বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। তার সঙ্গে বহু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতানেত্রীদের কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে অনেক হেভিওয়েটও। এনিয়ে দিনদিন ক্ষোভ বাড়ছে সরকারের উপর।

অবশেষে এতদিন আটকে থাকার পর আরও ৫ রাজনৈতিক নেতাকে মুক্তি দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। এদের মধ্যে দুজন পিডিপির নেতা এবং তিনজন ন্যাশনাল কনফারেন্স এর প্রাক্তন নেতা রয়েছেন বলে জানা যায়। জানা গিয়েছিল ৫ মাস আগে ৩৭০ ধারা প্রত্যাহারের হবার পর জম্মু-কাশ্মীরের বেশকিছু নেতা-মন্ত্রীদের কে গৃহবন্দি করে রাখা হয়েছিল, রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য। কিন্তু এই পাঁচজনকে মুক্ত করলেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, ফারুক আব্দুল্লাহ এবং মেহেবুবা মুফতির মুক্তির ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে উপত্যকা অঞ্চল আস্তে আস্তে বেশ কিছুটা স্বাভাবিক হচ্ছে বলেই খবর।

Loading

Leave a Reply