দেশ

আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনা, দগ্ধ বিমান, স্তব্ধ দেশ

মেঘানিনগরে লোকালয়ের মধ্যে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, আগুনে গ্রাস, আহত বহু

আজ দুপুরে আহমেদাবাদে ঘটে গেল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সর্দার প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই মেঘানিনগর এলাকার লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান (এআই১৭১)। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরই বিমানটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে, আকাশ ছুঁয়ে উঠে কালো ধোঁয়া।

সূত্রের খবর, বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পর পরই সেটি ভেঙে পড়ে জনবসতিপূর্ণ অঞ্চলে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের সাতটি ইঞ্জিন। উদ্ধারকার্য শুরু হয়েছে দ্রুত গতিতে। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানে কতজন যাত্রী ছিলেন, তা নিয়ে তথ্য বিভ্রান্তি তৈরি হয়েছে। গুজরাত পুলিশ সূত্রে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন। অন্যদিকে রয়টার্সের খবর অনুযায়ী, বিমানে ছিলেন ১৩৩ জন।

আহমেদাবাদ পুলিশের কমিশনার জিএস মালিক জানান, “মেঘানিনগরে একটি বিমান ভেঙে পড়েছে। তবে সেটি কোন মডেলের বিমান, তা এখনও নিশ্চিত নয়।”

দুর্ঘটনার পর পরই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডু ইতিমধ্যেই আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন।

ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে DGCA। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির নিশ্চিত খবর না এলেও ঘটনাস্থলের ভয়াবহতা দেখে আশঙ্কা বাড়ছে।

Loading

Leave a Reply