বেশ কয়েকদিন ধরেই হুমকি এবং পাল্টা হুমকি চলছিল। অবশেষে তাদের সেনাকর্মকর্তা সোলেমানির মৃত্যুর বদলা নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ৮০ জন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইরান। সেখানকার সরকারি টিভি চ্যানেলে এই হামলার সত্যতা দাবি করে এটা আমেরিকার গালে থাপ্পড় মারা হল বলে দাবি করা হয়েছে। যদিও ইরানের যাবতীয় দাবিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, কোনও সেনা মারা যায়নি। সব ঠিক আছে। পাশাপাশি তিনি বলেন, আর্লি ওয়ার্নিং অ্যালার্ম কাজ করেছিল।
তাই একজন সেনাও মারা যায়নি। আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ততদিন ইরান আমাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না। আমাদের প্রতিটি যুদ্ধাস্ত্র সকলের থেকে উন্নত। এমনকী পরমানু অস্ত্রেও ওরা আমাদের সঙ্গে পেরে উঠবে না। কিন্তু আমরা সেগুলি ব্যবহার করতে চাই না। এই টুইটের মাধ্যমে অবশ্য ইরানকে সতর্ক করার পাশাপাশি তিনি যে যুদ্ধ চান না সেই বার্তাও দিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় সোলেমানির মৃত্যুর পর থেকে বদলার আগুনে ফুটছে গোটা দেশ। এরই মধ্যে মঙ্গলবার মাঝ রাতে ইরাকের মার্কিন সেনাঘাঁটি লক্ষ করে হামলা চালায় তেহরান। তাদের সেনার দাবি দুই সেনাঘাঁটিতে ২২টি মিসাইল ছোঁড়া হয়েছে। এই হামলার পর ইরানের সরকারি টিভি চ্যানেলে হামলার বিষয়ে দাবি করা হয়। প্রায় একই সঙ্গে টুইট করেন ট্রাম্পও।