সুন্দরী মহিলাদের সঙ্গে ‘বন্ধুত্ব’ও ঘনিষ্ঠতার হাতছানি দিয়ে প্রতারণার অভিযোগ। এই প্রতারণা চালানোর অভিযোগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে ১৬ জন মহিলাকে গ্রেপ্তার করলেন সিআইডি আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া ও বন্ধুত্বের বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পাতে প্রতারকরা। মধ্যমগ্রামে খুলে বসে কল সেন্টার। বিজ্ঞাপনে ফোন নম্বরও দেওয়া ছিল। সেই ফাঁদে পা দিয়ে অনেকেই ফোন নম্বরে যোগাযোগ করেন। প্রতারকদের পক্ষে মহিলাই ফোন ধরে।
বলা হয়, ঘনিষ্ঠতার জন্য আগাম টাকা দিতে হবে। একটি ব্যাংক অ্যকাউন্টও বলে দেওয়া হত। ওই টাকা দেওয়ার পরও মেডিক্যাল পরীক্ষা ও বিভিন্ন খাতে আরও টাকা দিতে বলা হত। এমনকী, টাকা না দিলে এই যোগাযোগের বিষয়টি ফাঁস করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হত। এই বিষয়ে কয়েকটি থানায় অভিযোগ দায়ের হওয়ায় সিআইডি তদন্ত শুরু করে।
মধ্যমগ্রামের ওই কল সেন্টারে হানা দিয়ে ওই মহিলাদের গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।