জেলা

উলুবেড়িয়ায় করোনা আক্রান্ত আরপিএফ জাওয়ান, সিল করা হল ব্যারাক

এবার করোনার থাবা আরপিএফের জওয়ানকে।করোনায় আক্রান্ত হলেন উলুবেড়িয়ার এক আরপিএফ জওয়ান। তিনি বর্তমানে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৩২ বছর বয়সি আরপিএফের ওই জওয়ান কনস্টেবল পদে কাজ করেন। গত প্রায় ৫ বছর ধরে তাঁর পোস্টিং হয় উলুবেড়িয়ায়। গত ২২ মার্চ অফিসের কাজে দিল্লি গিয়েছিলেন। ১৪ এপ্রিল স্পেশাল পার্সেল ট্রেনে উলুবেড়িয়ায় ফিরে আসেন তিনি।



তারপর থেকেই স্টেশনের আরপিএফ কোয়ার্টারে হোম কোয়ারেনটাইনে ছিলেন তিনি। বুধবার তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় লালারস পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই উলুবেড়িয়া স্টেশন লাগোয়া ওই আরপিএফ ব্যারাকটি সিল করে দেওয়া হয়। ওই ব্যারাকে থাকা ৯ জন আরপিএফ জওয়ানকেও কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।



Loading

Leave a Reply