সকাল থেকে এলাকার বাগান থেকে ফুল তুলে নিজেদের হাতে তৈরি করেছে ফুলের তোড়া। আজ যে নার্সে ডে। চলছে করোনার জেরে লকডাউন। তাই সুরক্ষার স্বার্থে সিঙ্গুরের জলাঘাটা গ্রামের বৃহন্নলারা নিজেরাই ফুল থেকে মালা তৈরি করল। সেই ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে। উদ্দেশ্য হাসপাতালের সেবিকাদের সংবর্ধনা দেওয়া। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যেভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত নার্সদের এই বিশেষ দিনে সম্মানিত করা।
তাই এদিন সকালে সিঙ্গুর বৃহন্নলা সমিতির কয়েকজন বৃহন্নলা এসে নার্সদের ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানায়। হাসপাতালের সামনে গাছ তলায় সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নার্সদের গান শুনিয়ে কুর্নিশ জানায় তারা। এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বৃহন্নলাদের এই উদ্যোগে রোগীদের সেবা করার মানসিকতা আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে নার্স সহ ব্লক মেডিক্যাল অফিসার।