দিল্লির পর এবার গুজরাট জয় বামেদের। মোদির কপালে চিন্তার ভাঁজ ফেলে এবার গুজরাটের উরলো লাল আবীর।গুজরাট সেন্ট্রাল ইউনিভার্সিটি তে জয়লাভ করল এস-এফ-আই-বাপসা এবং এল-ডি-এস এফ জোট। নির্বাচনে এসএফআই-বাপসা জোট পাঁচটি ছাত্র ইউনিয়ন কাউন্সিলের আসনের মধ্যে চারটি জিতেছে। এই জোটটি বিশ্ববিদ্যালয়ে এসএফআই গঠনের পরে প্রথম নির্বাচনে জিতল।
মোট ৩৪ টি ভোট প্রাপ্তের মধ্যে এলডিএসএফ প্রার্থী ৩০ভোট পেয়েছে এবং এবিভিপি প্রার্থী পেয়েছেন মাত্র ৪ টি ভোট। সিপিএমের মুখপত্র দেশভিমানি জানিয়েছে যে এসএফআই জোট লাইব্রেরি বিজ্ঞানের একটি স্বতন্ত্র এবং সফল প্রার্থী। ঐতিহাসিক বিজয় অর্জন এর পরও তারা বিনয়ী,শান্ত, তারা বলেছেন, আর ও অনেক টা পথ তাদের যেতে হবে। লড়াই টা যে আবার নতুন করে শুরু করতে হবে তা জানিয়ে দেন JNU এর সভাপতি ঐশী ঘোষ, তিনি বিজয়ীদের শুভেচ্ছা ও জানান।
মোদী জামানায় এহেন জয়লাভ, বিজেপি কে কতটা চিন্তায় ফেলে সেটাই দেখার। ছাত্র ইউনিয়ন নেতারা বলছেন “দুধ চাহিয়ে তো ক্ষীর মিলেঙগে, জে-এন-ইউ চাহিয়ে তো ফির গুজরাটভি ছিন লেঙগে”। রাজনীতিবিদরা মনে করছেন এনআরসির প্রভাব ছাত্র যুবকদের মধ্যে ব্যাপকহারে পড়ছে। যেখানেই নির্বাচন হচ্ছে সেখানে ভরাডুবি ঘটছে বিজেপির। গুজরাটে লাল আবির ওড়ার পিছনে সিএএ দায়ী বলে মনে করছেন রাজনৈতিক মহল।