সব সেভিংস অ্যাকাউন্টই এখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট এমনটাই ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গেছে, এতদিন কোন এলাকার শাখায় অ্যাকাউন্ট সেই অনুযায়ী মিনিমাম ব্যালেন্স রাখতে হত। মাসে গড় মিনিমাম ব্যালেন্স কম হলে তার জন্য চার্জ কাটত এসবিআই। আর সেই নিয়ম লাগু থাকছে না। নয়া এই নিয়মের ফলে উপকৃত হবে দেশের বৃহত্তম ব্যাঙ্কের ৪৪.৫১ কোটি গ্রাহক।
আগে মেট্রো শহর এবং শহরাঞ্চলের অ্যাকাউন্টে ন্যূনতম ৩০০০ টাকা, শহরাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ২০০০ টাকা আর গ্রামাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ১০০০ টাকা।
স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ থেকে ১৫ টাকা পণ্য এবং পরিষেবা কর দিতে হত। উপ-শহরাঞ্চল অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে সাড়ে সাত টাকা থেকে ১২ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। গ্রামাঞ্চলে অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে ৫ টাকা থেকে ১০ টাকা চার্জ ও জিএসটি দিতে হত। এখন থেকে আর কোনও চার্জই দিতে হবে না বলে ঘোষণা করল দপ্তর।।
তাছাড়া সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে মধ্যবিত্তের উপরে চাপ তৈরি করেছে এসবিআই। একই দিনে সুখবরও দিল। সবমিলিয়ে SBI র নয়া ঘোষণায় অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।