ভারতের প্রতি ১ লক্ষ জনসংখ্যা অনুপাতে পুলিশকর্মীর সংখ্যা মাত্র ১৩৮। বিশ্বের ৭১ টি দেশের মধ্যে ভারতের স্থান নীচের দিকে। তা সত্ত্বেও একজন বলিউড ট্যুইটারিকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিরাপত্তা রক্ষী ব্যবহারের কোনো উপযুক্ত স্থান খুঁজে পাচ্ছেন না? অবাক হচ্ছি। কঙ্গনা রানাওয়াতের ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তকে আক্রমণ করে এমনই ট্যুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মঙ্গলবার টুইট করে এ ব্যাপারে খোঁচা দিয়েছেন মহুয়াদেবী। যেখানে জনসংখ্যার নিরিখে পুলিশকর্মী সংখ্যার অনুপাত অত্যন্ত নীচের দিকে। তা সত্ত্বেও বলিউড তারকার জন্য ওয়াই প্লাস নিরাপত্তা ব্যবস্থা করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। প্রসঙ্গত কঙ্গনাকে নিরাপত্তা ইস্যুতে ইতিমধ্যেই সরগরম হয়েছে মুম্বাইয়ের রাজনীতি। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার ও শিবসেনাকে আক্রমণ করে একাধিক ট্যুইট করেছিলেন কঙ্গনা। এর জেরে শিবসেনার হুঁশিয়ারির মুখে বলতে হয় বলিউডের এই অভিনেত্রীকে।
হরিয়ানার বিজেপি সরকারের দাবি মেনে কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার পর থেকেই সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। জানা গেছে, কঙ্গনার নিরাপত্তার জন্য থাকবেন ১১ থেকে ২২ জন নিরাপত্তারক্ষী। এর মধ্যে কমান্ডো থাকছেন। তাঁর সুরক্ষার যাবতীয় দায়িত্ব সিআরপিএফের।