শ্যামলেন্দু গোস্বামী :- করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর টাকা অনুদান করলেন বর্ধমানের এক কলেজ পড়ুয়া। বুধবার বর্ধমানের জেলাশাসকের অফিসে গিয়ে ত্রাণ তহবিলের চেক তুলে দিলেন ওই পড়ুয়া। মেয়েদের দেখাদেখি সংসারের জন্য জমানো টাকার বেশ কিছুটা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দিলেন এই দুই ছাত্রীর মাও। সব মিলিয়ে এই পরিবার এক লক্ষ টাকারও বেশি অর্থ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন। বুধবার কাকতলীয় এই ঘটনায় খুশি আপামর সাধারণ মানুষ।
জানা গেছে, বর্ধমান শহরের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা ঈশিকা বন্দ্যোপাধ্যায় মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি বললেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আমরা তো ঘরে থাকছি। কিন্তু দিন আনি দিন খাই পরিবারগুলি খুবই সমস্যার মধ্যে রয়েছে। তাদের অনেকের খাবার জুটছে না। রাজ্য সরকার তাদের জন্য অনেক কিছু করছে। কিন্তু রাজ্য সরকারেরও আর্থিক ক্ষমতা সীমিত। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অনেকেই অর্থ সাহায্য পাঠাচ্ছেন। আমারও মনে হয়েছে এখন কিছু করা প্রয়োজন। আমার কাছে কন্যাশ্রী প্রকল্প থেকে পাওয়া দশ হাজার টাকা ছিল। ওই টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলাম।
বর্ধমানে হরিসভা বালিকা বিদ্যালয়ে পড়ে ঈশিকার বোন ঈশানি। দিদির দেখাদেখি ত্রান তহবিলে টাকা দিতে পেরে খুশি সেও। তার বক্তব্য, টিফিনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে ছিলাম। সব মিলিয়ে ১১১১ টাকা। সবটাকায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিল সমাজের এই দুর্দিনে এগিয়ে আসার মানসিকতা দেখে খুশি দুই ছাত্রীর মা মিঠু বন্দ্যোপাধ্যায়ও। মিঠুদেবী বললেন, বর্তমান এই সংকটজনক মুহূর্তে প্রত্যেকেরই মানুষের পাশে থাকা উচিত আমার দুই মেয়ে এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগী হবে তা ভাবনার বাইরে ছিল তার। মেয়েদের এই মানবিক উদ্যোগে নিজে সামিল হতে পেরে খুবই ভালো লাগছে।