আজ বাংলার নববর্ষ। কিন্তু সারা বিশ্বের মতো মন ভালো নেই বাঙালির। মন ভালো নেই ভারতবর্ষের। বেসরকারী সূত্রের দাবি করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছারিয়েছে।খবর অনুযায়ী এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০৪৫৩। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২০০০ এর গণ্ডি পার করেছে। আজ সকাল ১০টায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। গভীর সংকটে চলছে দেশ। এই পরিস্থিতিতেও আশার আলো দেখাচ্ছে বাম শাসিত রাজ্য কেরল।
যেখান থেকে ভারতবর্ষে প্রথম ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। অথচ সেই কেরোলই অনেকটাই বোতল বন্দী করে ফেলেছে করোনা নামক দৈত্যকেকে।কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে সেলেজা জানিয়েছেন কেরালায় নুতন করে করোনার সংক্রমণের আরো দুটি ঘটনা ঘটেছে এবং একদিনে ৩৬ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এখনো পর্যন্ত কেরলে মোট আক্রান্ত হয়েছেন ৩৭৮জন। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯৮জন। মৃত্যু হয়েছে দুজনের। এখনো হাসপাতলে ভর্তি আছেন ১৭৮। জন তার মধ্যে ১৪৮ জনের এই মুহূর্তে করোনা নেগেটিভ রেজাল্ট এসেছে। সবমিলিয়ে এই মুহূর্তে কেরলে করোনা পজেটিভ এর সংখ্যা একেবারেই নগণ্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোন জাদুতে কেরল এই সাফল্য পেল। কেরলের এই সাফল্য ভারতবর্ষকে আশার আলো দেখাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য কেরল মডেলকে অনুসরণ করতে চাইছে। অনেকে বলছেন কেরল মডেলিই আগামী দিনে ভারতবর্ষের রক্ষাকর্তা হতে পারে।