বিশ্ব

করোনাভাইরাস থেকে বাঁচতে নয়া নিদান, ঘটে গেল মর্মান্তিক পরিণতি।

করোনাভাইরাস নিয়ে ত্রাহি ত্রাহি রব সারা দেশ জুড়ে। সেই অর্থে করোনা ভাইরাস প্রতিরোধক কোনও ওষুধ আবিষ্কার হয়নি। আর চরম এই ডামাডোলের মুহূর্তে প্রতিশোধক নিদান আবিষ্কার করলেন বেশ কয়েকজন যুবক। আর তারপর যা হলো তা অবাক করার মত।

কি সেই নিদান আর তারপর হলই বা কি :- অ্যালকোহল খেলে নাকি করোনা বাসা বাঁধতে পারে না শরীরে। এমনিই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ইরানে প্রাণ গেল ২৭ জনের। মিথানলের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে খবর।

জানা গেছে, চিনের পর করোনা ভাইরাসের ভয়াবহ প্রকোপ দেখা গেছে, ইটালি ও ইরানে। ইরানে ইতিমধ্যেই প্রায় আড়াইশো জন করোনার বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন পরিস্থিতিতে ছড়িয়ে পড়েছিল ভুয়ো খবর। গুজব রটে, অ্যালকোহলই নাকি মানুষকে করোনার কোপ থেকে বাঁচাতে পারে। প্রাণঘাতী এই গুজব ভাইরাল হতেই গুজবে পা দেন অনেকেই। আর তার মাশুলও গুনতে হল তাদের। ইতিমধ্যেই গোটা দেশে গুজবের বলি হল ২৭ জন। তার মধ্যে ২০ জন দক্ষিণ পশ্চিমের কুজেস্তানের বাসিন্দা। বাকি ৭ জনের বাড়ি উত্তরের আলবরজ প্রদেশে। এছাড়া হাসপাতালে ভরতি রয়েছেন ২১৮ জন। তাঁদের শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনা আটকাতে পারে অ্যালকোহল। এমন ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তাঁরা। মাত্রাতিরিক্ত মিথানল পেটে পড়লে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে। এক্ষেত্রেও তাই হয়েছে।

Loading

Leave a Reply