২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৬৮ টি ট্রেন বাতিল করা হল করোনার কারণে। করোনা যে ভাবে থাবা বসাচ্ছে তাতে অাটকাতে হবে এই সংক্রমণ। অার তাই বিশেষ সতর্কতা নিচ্ছে সরকার। করোনা অাটকাতেই বাতিল করা হলো এই ট্রেনগুলি। দেশেরর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে করোনা। তাতে করে দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ যাতায়াত করলে বাড়তে পারে এই মারণ ভাইরাসের প্রকোপ।
সেই আশঙ্কাতেই বাতিল করা হলো ট্রেনগুলি। বিশেষত মহারাষ্ট্রে সংক্রমণ ছড়িয়েছে সবথেকে বেশি। এছাড়াও কেন্দ্র সরকার বিশেষ ভাবে বলছেন ভিড় এড়িয়ে যেতে, এমনকি গৃহবন্দি থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে প্রশাসন। সমস্ত দিক বিবেচনা করে ১৬৮ ট্রেন বাতিল করল রেলমন্ত্রক। রইল সেই তালিকা।