জেলা

করোনার থাবা হুগলিতে, আক্রান্ত শেওড়াফুলির প্রৌঢ়, রাজ্যে আক্রান্ত বেড়ে ২১।

ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। এবার বাংলায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বাড়ি হুগলির শেওড়াফুলিতে। ওই প্রৌঢ় ডায়াবেটিসের রোগী। তিনি দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

১৬ মার্চ থেকে তিনি জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়েই তিনি দুর্গাপুরের কর্মস্থলে যাতায়াত করেছেন। এরপর গত তিনদিন ধরে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন তাঁর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা একদিনে লাফিয়ে কাল পাঁচজন বেড়ে যায়। শনিবার করোনা আক্রান্ত হন আরও তিনজন। এবার করোনায় আক্রান্ত হলেন এরাজ্যের আরও তিনজন।

এনিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১ জন। রবিবার আক্রান্তের মধ্যে একজন ৫৬ বছরের প্রৌঢ় রয়েছেন। এদিকে নয়াবাদের করোনা আক্রান্তের অবস্থা ক্রমশ সঙ্কটজনক হচ্ছে। ইতিমধ্যেই ভারতবর্ষে আক্রান্তের সংখ্যা এক হাজার পেরিয়ে গেছে। ভারতবর্ষের রোজই মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ বাড়াচ্ছে সরকারের। এদিকে দেশে রোজই গড়ে ১০০জন করে ভারতবর্ষে আক্রান্ত হচ্ছেন মানুষ। এদিকে প্রত্যেকটি রাজ্যের লকডাউন সফল করতে কড়া হাতে ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন। যদিও নতুন করে আক্রান্তের সংখ্যা কোনওভাবেই কমছে না। তাই এই মুহূর্তে একটাই উপায় বাড়ির বাইরে বের না হওয়া।

Loading

Leave a Reply