দেশ স্বাস্থ্য

করোনার থেকেও ভয়ংকর সংক্রমিত রোগ ব্রুসেলোসিস আসতে পারে আসতে পারে ভারতে।

বিশেষজ্ঞদের দাবি, করোনার পাশাপাশি ভারতে ইতিমধ্যেই থাবা বসিয়েছে এই ব্যাকটেরিয়া জনিত রোগ। চীনের উহান প্রদেশে যেমন করোনা মহামারীর উদ্ভব হয়েছিল, ব্রুসেলোসিস রোগটিও কিন্তু এখানেই প্রথম নিজের প্রভাব বিস্তার করে। চিনের গানসু প্রদেশের রাজধানী শহর লানজুরে ইতিমধ্যেই প্রায় ৩,২৪৫ জন মানুষ ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন বলে জানাল সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন। পাশাপাশি, আরও ১,৪০১ জনের রিপোর্ট প্রাথমিকভাবে পজিটিভ এসেছে।

গবেষকরা জানাচ্ছেন, করোনার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে “ব্রুসেলোসিস”। কোভিড-১৯ ভাইরাসকে টেক্কা দিচ্ছে ব্রুসেলোসিস ব্যাকটেরিয়া। ইতিমধ্যেই বিশ্বে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ব্রুসেলোসিস। তবে তা যদি মহামারীর আকার ধারণ করে, তাহলে তা করোনার থেকেও মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশেষজ্ঞরা।
এই রোগের প্রাথমিক উপসর্গ গুলি অন্যান্য সাধারণ জ্বরের মতই। যেমন, জ্বর, গাঁটে ব্যথা, দুর্বলতা, খাবারে অরুচি, মাথাব্যথা, ঘাম ইত্যাদি। তবে বেশ কিছু ক্ষেত্রে স্পনডিলাইটিস, আর্থরাইটিস, অণ্ডকোষের ফোলাভাবের মত লক্ষণও দেখা দিচ্ছে। রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার মতো এই রোগ হিউম্যান হিউম্যান ট্রান্সমিশনের মাধ্যমে হয় না। গবাদিপশু যেমন ভেড়া, গোরু, ছাগল, শুয়োর, কুকুরের দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আনপাস্তুরাইজড ডেয়ারি পণ্য যেমন দুধ, ছানা, দই জাতীয় কাঁচা খাদ্যদ্রব্যের মাধ্যমে এই রোগ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি দূষিত জায়গা যেখানে ব্যাকটেরিয়া বাহিত বাতাস রয়েছে, সেখানে বসবাস করলেও এই ব্যাকটেরিয়া মানব শরীরে প্রবেশ করতে পারে। এমনকি সন্তানকে ব্রেস্টফিডিং করালে বা যৌন সম্পর্ক থেকেও ছড়িয়ে পড়তে পারে ব্রুসেলোসিস। মহামারীর আকার ধারণ করার আগেই যাতে রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, সেজন্য বিশেষজ্ঞরা এখন থেকেই করোনা টেস্ট এর পাশাপাশি ভারতে ব্রুসেলোসিস টেস্ট শুরু করার পরামর্শ দিয়েছেন।

Loading

Leave a Reply