দেশে ইতিমধ্যেই দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। তারই মধ্যে হাই প্রোফাইল জগতেও থাবা বসাচ্ছে এই মারণ ভাইরাস। সপরিবারে অমিতাভ বচ্চনের পর ফের বলিউডে থাবা বসাল করোনা। এবার মরণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের অভিনেতা অর্জুন কাপুর। তিনি নিজেই তার আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন।
ওই পোস্টে তিনি লিখেছেন, এটা আমার কর্তব্য, আপনাদের জানানো যে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভালো আছি এবং উপসর্গহীন। আপাতত আইসোলেশনে বাড়িতেই রয়েছি। আমার জন্য আপনারা অনেকে প্রার্থনা করছেন।
তার জন্য ধন্যবাদ। আমার শারীরিক অবস্থার আপডেট জানাতে থাকব। ওইদিন বিকেলে খবর পাওয়া যায় অর্জুন কাপুরের প্রেমিকা মালাইকা আরোরাও করোনায় আক্রান্ত হয়েছেন। মালাইকার বোন অমৃতা এই খবর জানিয়েছেন। তিনিও হোম আইসোলেশনে রয়েছেন বলে খবর। এদিকে বলিউডের এই দুই অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার পর তাঁদের অনুগামীরা সোশ্যাল মিডিয়ায় দ্রুত সুস্থ হওয়ার জন্য তাঁদের আরোগ্য কামনা করেছেন।