দেশ

করোনা আক্রান্ত রোগীদের জন্য তৈরি হল আইসোলেশন ট্রেন

ভারতকে করোনা মুক্ত করার জন্য নয়া পদক্ষেপ নিল কেন্দ্র। করানোর জন্য পুরো ট্রেনের মধ্যে আইসোলেশন করা হল। ট্রেনের এক একটি কম্পার্টমেন্টে থাকবে নয় জন করে করোনা অাক্রান্ত রোগী। উত্তর ভারতে তৈরি করা হয়েছে এমন আইসোলেশন ট্রেন। জানা গেছে করোনা প্রতিরোধে এটি একটি অভিনব উদ্যোগ। করোনা যাতে সংক্রমিত না হয়, সেই কারণেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল সূত্রে জানা গেছে, লকডাউন এর জেরে রেল চলাচল বন্ধ। তাই ট্রেনের কামরাগুলিকে কাজে লাগিয়েই তৈরি হয়েছে আইসোলেশন। আছে অক্সিজেন, স্যালাইন থেকে ডাক্তারের ব্যবস্থাও।

ওই ট্রেনে কেবলমাত্র আক্রান্ত রোগী থাকার কারণে এই রোগীর থেকে অন্য কোনও রোগী এফেক্টেড হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্রের অনুরোধ মেনে কথামতো মেডিক্যাল কলেজকে পুরোপুরি করোনা রোগীর জন্য বানিয়ে ফেলেছেন। করোনা আক্রান্ত ছাড়া অন্য কোনও রোগী মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারবে না। এর ফলে সংক্রমণ বেশ কিছুটা কমানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Loading

Leave a Reply