কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হল বিধায়ক গুরুপদ মেটের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২। তিনি বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ সাল থেকে টানা বিধায়ক নির্বাচিত হয়ে আসছিলেন। একই সঙ্গে সম্প্রতি জেলা তৃণমূলের বিশেষ ‘কো-অর্ডিনেটর’ নির্বাচিত হন।
জানা গেছে, চলতি মাসের ২২ তারিখ কোভিড আক্রান্ত বিধায়ক গুরুপদ মেটেকে ওন্দা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে হাওড়ার একটি হাসপাতালে পাঠানো হয়। বিধায়কের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ছ'টা পাঁচ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিধায়কের আকস্মিক মৃত্যুতে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()

