ধ্রুবজ্যোতি মহন্ত, দক্ষিণ দিনাজপুরঃ- অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির করল পুলিশ প্রশাসন। করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হয়েছে লক ডাউন। আর লকডাউনের জেরে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের প্রান্তিক ভবঘুরে মানুষজনেরা।
প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার দিকে তাকিয়ে দিন রাত এক করে অসহায় অভুক্ত ভবঘুরে মানুষদের সেবা করে চলেছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস।খবর পেতেই ব্যাক্তিগত উদ্যোগেই বহু দূর দূরান্তে থাকা অসহায় মানুষজনদের বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন নানান খাদ্য সামগ্রী। লকডাউন এর জেরে বেশ কদিন ধরেই অনাহারে দিন কাটাচ্ছিলেন সরাইহাট, মালোম এলাকার ৭০ ঊর্ধ্ব সুনীল সরকার । দীর্ঘদিন ধরেই পচনশীল সংক্রমনে নষ্ট হয়ে গেছে তার একটি পা। আত্মীয়-স্বজন থাকলেও তারাও সাথ ছেড়েছেন বহুকাল আগে। বছরের অন্যান্য দিন অত্যন্ত কষ্টে ভিক্ষে করে চললেও, লক ডাউনের জেরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছিল তার খাদ্য সংস্থান।
এইদিন সকালে খবর পাওয়া মাত্রই গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস ত্রাতা রূপে পৌঁছলেন অসহায় সুনীল সরকারের বাড়ি,হাতে তুলে দিলেন চাল, ডাল, তেল, আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী।এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন ” লকডাউন এর জেরে সমস্যায় পড়া অত্যন্ত অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি, এভাবেই আগামীতেও মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাবো”। করোনা অবহের মধ্যেই মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাসের এই মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।