একদিকে করোনা ঠেকাতে সরকারী সচেতনতা, আর একদিকে কিছু স্বার্থান্বেষী মানুষদের ছড়ানো কুসংস্কারের বিরুদ্ধে লড়াই, এই দুইয়ের জাতাকলে পরে আখেরে ক্ষতি সাধারন মানুষেরই। করোনা যখন সারা বিশ্বে তোলপাড় শুরু করেছে ঠিক তখনই মাথাচাড়া দিয়েছে কুসংস্কার। গোমুত্র পান করা থেকে শুরু করে মানুষ যখন করোনা ঠেকাতে ধর্মীয় রিতিনীতি মানতে ব্যাস্ত, ঠিক তখনই করোনার দাওয়াই ৩টি মোমবাতি ও ৩টি ধুপকাঠি জ্জ্বালানো। একেবারে দিপাবলীর ধাঁচে সেই কান্ডই শুরু করেছে চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে শুরু করে চুঁচুড়া স্টেশন সংলগ্ন রেল লাইন পারের বাসিন্দারা।
সরকারী সচেতনতা মানা হোক বা নাই হোক স্থানীয় শনি মন্দির থেকে ছড়ানি গুজব মানতে ব্যাস্ত বাসিন্দারা। রোজ সন্ধ্যা নামতেই বাড়ির সামনে ঠিক ৩টি মোমবাতি ও ৩টি ধুপকাঠি জ্জ্বালানো চাই-ই-চাই এলাকাবাসীর। বিগত দিন দুয়েক থেকে এটাই রীতি হয়ে দাঁড়িয়েছে এখানে। শুধু নিরক্ষর নয় রিতিমত স্কুল-কলেজে পরা পড়ুয়ারাও এই নিয়ম মানার জন্য বাড়ির লোককে বাধ্য করছে। আর তাই করোনার দৌলতে কুসংস্কারের বলি হয়ে দিনকয়েক ধরে দিপাবলির সন্ধ্যার চেহারা নিচ্ছে চুঁচুড়ার রবীন্দ্রনগর থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত লাইনপাড়।
- আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিনআপনি কি চিন্তিত? আপনি এসআইআরের আওতায় পড়ে গেলেন কিনা? ২০০২… Read more: আপনার পরিবার SIR এর আওতা থেকে বাদ পড়েছে কিনা তা নিজেই জেনে নিন
- উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। দুপুর ২টো থেকে দেখা… Read more: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের ফলপ্রকাশে উল্লেখযোগ্য সাফল্য রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এবং রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার ছাত্রদের ৷ মেধাতালিকায় থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জন এই দুই স্কুল থেকে৷
- প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা… Read more: প্রখ্যাত সৈনিক নীরা আর্যা, যিনি তাঁর বক্ষ কেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর রক্ষা করেছিলেন, ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রথম নারী গুপ্তচর।
- সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাতরিপোর্ট ঃ ওয়েব নিউজ ঃ পৃথিবীকে ভেজানোর জন্য আকাশ… Read more: সূর্যের মধ্যেও হয় বৃষ্টিপাত
- আরামবাগেও মিনি কুমোরটুলিশুধু কলকাতাতেই নয়, হুগলির আরামবাগের গ্রামেও রয়েছে এক ছোট্ট ‘কুমোরটুলি’।… Read more: আরামবাগেও মিনি কুমোরটুলি
![]()


