এই মুহূর্তে সারা বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছে মারণ রোগ করোনা ভাইরাস নিয়ে। ঘটনার প্রকোপে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধকালীন তৎপরতা চলছে। এই পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ সংস্থা প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর দপ্তর ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতের প্রতিনিধি হেঙ্ক বেকেডাম(Henk Bekedam) মঙ্গলবার একথা জানিয়েছেন। COVID-19 এর সংক্রমণ রুখতে ভারত কী কী ব্যবস্থা নিয়েছে, তা দেখতে মঙ্গলবার জাতীয় চিকিৎসা গবেষণা সংসদে যান বেকেডাম।
পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।স্বাস্থ্য মন্ত্রক এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর হুর প্রতিনিধি বলেন, “ভারতে গবেষণার জন্য খুব ভাল পরিকাঠামো আছে। বিশেষ করে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research) এবং স্বাস্থ্য গবেষণা বিভাগে। ভারত আলাদা করে ভাইরাসটিকে সনাক্ত করতে পারছে। এবার ভারতও আমাদের গবেষণার অংশ হয়ে যাবে।” তিনি আরও বলেন, “ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর দপ্তরের দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয় এবং কার্যকারী। এজন্যই হয়তো ভারত এখনও করোনার বিরুদ্ধে ভালভাবে লড়াই করছে। আমি খুব খুশি যে সবাই এভাবে কার্যকরী হয়েছে।” এই মন্তব্যের পর ভারতের করোনা আতঙ্ক কিছুটা হলেও কমবে বলে মনে করছেন চিকিৎসকরা।তারা বলছেন ভারত অনেক আগে থেকে সব রকম সর্তকতা নেওয়ার জন্য এই প্রভাব কিছুটা হল ভারতে কম ছড়াবে। তবে সকলকেই সরকারি উদ্যোগে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে