বৃহস্পতিবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের করণা নিয়ে পর্যালোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই পশ্চিমবাংলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭, মৃত্যু হয়েছে ৬ জনের। তিনজন সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। দেশে আক্রান্তের সংখ্যা ১৬৩৭। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৮ জনের। অন্যদিকে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬০ হাজার ১৮৪ জন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩৪৫ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৪৬১ জন। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ইতিমধ্যেই প্রতিটি রাজ্য তৎপর হয়ে উঠেছে।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ৫ লাখ টাকা ও রাজ্য ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান করেছেন। পাশাপাশি দেশ ও রাজ্যে কয়েকটি সংস্থা ও জনপ্রতিনিধিরাও আর্থিক অনুদান করেছেন। সবমিলিয়ে করোনা মোকাবিলায় প্রতিটি রাজ্য কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সেই দিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।