দেশ

করোনা পর্যালোচনায় বৃহস্পতিবার দেশের প্রতিটি মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের করণা নিয়ে পর্যালোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই পশ্চিমবাংলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৭, মৃত্যু হয়েছে ৬ জনের। তিনজন সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। দেশে আক্রান্তের সংখ্যা ১৬৩৭। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৮ জনের। অন্যদিকে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬০ হাজার ১৮৪ জন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩৪৫ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৪৬১ জন। প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ইতিমধ্যেই প্রতিটি রাজ্য তৎপর হয়ে উঠেছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ৫ লাখ টাকা ও রাজ্য ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা অনুদান করেছেন। পাশাপাশি দেশ ও রাজ্যে কয়েকটি সংস্থা ও জনপ্রতিনিধিরাও আর্থিক অনুদান করেছেন। সবমিলিয়ে করোনা মোকাবিলায় প্রতিটি রাজ্য কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে সেই দিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্স করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Loading

Leave a Reply