চীনে করোনা ভাইরাসের সংক্রমনের কারণে দীঘা মোহনার বাজার থেকে মাছ রপ্তানি জোর ধাক্কা খেল। এর ফলে মাথায় হাত পড়েছে মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীদের। জানুয়ারি মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত চীনে স্প্রিং ফেস্টিভাল বা বসন্ত উৎসব চলে। তাই এই সময় মাছের চাহিদা প্রচুর থাকে। তবে শুধু বসন্ত উৎসবের সময় নয়, মাছ ধরার মরশুম মিলিয়ে দীঘা মোহনা থেকে প্রচুর মাছ রপ্তানি হয়। বিশেষ করে পমফ্রেট মাছ, ছোট চিংড়ি, পাতামাছ, অক্টোপাস, ইয়েলো ইল সহ বিভিন্ন মাছ রপ্তানি করা হয় চীনে। কিন্তু করোনা ভাইরাসের কারণে একমাসের বেশি সময় দরে রপ্তানি বন্ধ হয়ে রয়েছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মাছ ব্যবসায়ীরা।
এদিকে বিদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় ওই সব মাছের দাম অনেকটাই কমে গিয়েছে। জানা গেছে এই সময়ে মাছ রপ্তানি করে কোটি টাকার বেশি আয় হতো ব্যবসায়ীদের। তাই সেই রোজকার আপাতত বন্ধ হয়ে যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই প্রবল আর্থিক সংকটে চিন্তিত এলাকার ব্যবসায়ীরা। জানা গিয়েছে, চীনে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পমফ্রেট সহ বিভিন্ন মাছের দাম ২৫ শতাংশ পর্যন্ত কমে গেছে। কতদিন এই অবস্থা চলবে তা নিয়ে চিন্তিত সকলে।
![]()


