জেলা

করোনা মুক্তির লক্ষ্যে যজ্ঞের মধ্য দিয়ে খুলল মন্দিরের দ্বার

বিশ্বকল্যাণের যজ্ঞ করে খোলা হল মন্দিরের দ্বার। লকডাউনের কারণে বন্ধ হয়েছিল বিভিন্ন ধর্মীয় স্থানগুলি। করোনার সংক্রমণে আজ বিশ্ব রোগগ্রস্ত। ইতিমধ্যেই সারাবিশ্বে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। এখনও তার সংক্রমণ থেকে মুক্ত হতে পারেনি আমাদের দেশ, তথা বিশ্ব। মানুষের জীবন বাঁচাতে শুরু হয়েছিল লকডাউন। আর সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির, মসজিদ, গির্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টান। দীর্ঘ প্রায় ২ মাসের ওপর বন্ধ থাকার পর, সরকারি নির্দেশে সোমবার থেকেই ধর্মস্থান খোলার নির্দেশ দেওয়া হয়।

যদিও বৃহৎ ধর্মস্থানগুলি বেশিরভাগই খোলা হয়নি। তবে ছোটখাটো ধর্মস্থানগুলি খোলা শুরু হয়ে গেছে। পীঠস্থান না হয়েও, সিমলাগড় কালীবাড়ি হুগলি জেলার সর্ববৃহৎ একটি ধর্মস্থান। এই মন্দিরে সমস্ত ধর্মেরই মানুষ আসেন । এদিন থেকে সেই মন্দিরের দ্বার খুলে গেল। তবে প্রথমেই মায়ের সামনে পুরোহিতরা যজ্ঞ করলেন বিশ্ব করোনা মুক্ত করার জন্য। তাদের বিশ্বাস এই যজ্ঞের ফলে,দেবী আবার বিশ্বে শান্তি স্থাপন করবেন।

Loading

Leave a Reply