প্রবল বেগে স্থলভাগের ওপর আছড়ে পড়লো আমফান। আছড়ে পড়ার পর থেকেই তাণ্ডব চালাতে শুরু করেছে উপকূলবর্তী এলাকায়। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা ছাড়াও বিভিন্ন জেলাতে শুরু হয়েছে প্রবল ঝড়, সাথে বৃষ্টিপাত। সমুদ্রে শুরু হয়েছে প্রবল জলোচ্ছাস।কয়েক লক্ষ মানুষকে প্রশাসন নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেলেও রাস্তায় গাছ ভেঙে পড়া থেকে শুরু করে বিভিন্ন মাটির বাড়ি ভেঙে পড়তে শুরু করেছে। সবথেকে আশঙ্কার কথা হলো বুধবার অর্থাৎ আজই আমফানের তাণ্ডব শেষ হয়ে যাবে এমনটা নয়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জায়গায় জায়গায় তাণ্ডব চালাতে পারে। তাই ঝড়ের গতিবেগ একটু কমলে বাড়ির বাইরে বেড় হওয়া কোনোভাবেই নিরাপদ নয়। যেকোনো মুহূর্তে আবার প্রবল বেগে আসতে পারে ঝড় সঙ্গে তুমুল বৃষ্টিপাত। আগামীকাল দুপুরের পর মালদা, মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে এই ঝড় বেরিয়ে যাবে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে।
অন্যদিকে স্থলভাগের আজড়ে পড়ার সময় এর গতিবেগ 180 থেকে 85 কিলোমিটার বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। স্থলভাগের পড়ে শক্তি ক্ষয় করেছে এমন কোন খবর এখনো পর্যন্ত মেলেনি। তাই যতক্ষণ না সরকারিভাবে বিপদসীমা পেরিয়ে যাওয়ার কথা ঘোষণা হচ্ছে ততক্ষণ বাড়ির বাইরে বেরোনো নিরাপদ নয় বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।