জেলা

কোয়ারেন্টাইনের নাম শুনেই হাসপাতাল থেকে ‘পলাতক’ ১২ জনকে পাকড়াও করল পুলিশ।

গত ২৯ মার্চ শেওড়াফুলির বাসিন্দা ১ প্রৌঢ়র করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে জানাই স্বাস্থ্য দপ্তর। সেই মত গত মঙ্গলবার তার পরিবারের ১৪ জন সদস্যেদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় লালারস পরীক্ষার জন্য।রিপোর্টে আক্রান্ত প্রৌঢ়ের ভাই ও ছেলের পজিটিভ এসেছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। এর পরই ওই ২ জনকে চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি ১২ জনকে হুগলির সিঙ্গুরে একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগ, কোয়ারেন্টাইনের পাঠাবার নাম শুনেই হাসপাতাল চত্বর থেকেই চম্পট দেয় ১২ জন। এরপর বেপাত্তা হওয়া ১২ জনের নামে শ্রীরামপুর থানায় অভিযোগ জমা দেয় হাসপাতাল। শেষে শ্রীরামপুর ও শেওড়াফুলির বিভিন্ন অঞ্চল থেকে নিখোঁজ ১২ জনকে পাকরাও করে পুলিশ। পুলিশি প্রহরায় তাদেরকে ফের সিঙ্গুরে কোয়ারেন্টাইনে পাঠাল পুলিশ।

Loading

Leave a Reply