আরামবাগ জেলা

খড় কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

খড় কাটতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গোঘাটের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের বাবুরামপুরে। মৃত যুবকের নাম সুশান্ত রুইদাস। বয়স আনুমানিক ৩২ বছর।ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে নটা কাছাকাছি সময়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯:৩০ সময় গবাদি পশুর জন্য খড় কাটার মেশিন চালাচ্ছিলেন সুশান্ত। সেই সময় আচমকাই মেশিনে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিদ্যুতের তীব্র আঘাতে সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গ্রামের মানুষও হতবাক। সকলে একবাক্যে জানাচ্ছেন, পরিশ্রমী এবং সহজ-সরল মানুষ ছিলেন সুশান্ত। অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীরা।

Loading

Leave a Reply