বৃহস্পতিবার কাকভোরে দীঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ তৃণমূল কর্মীর। মৃতদের নাম মৃতদের নাম দীপঙ্কর বর,প্রসেনজিত দিগের,রাজকুমার পন্ডিত ও দিলীপ সামন্ত। সংকটজনক অবস্থায় ২ তৃণমূল কর্মী কলকাতায় চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকালে কুয়াশা ছিল। বুধবার রাত্রি এগারোটা নাগাদ খানাকুল থেকে ওই ছয়জন দীঘার উদ্দেশ্যে রওনা দেন। এদিন ভোর রাতে পূর্ব মেদিনীপুর তমলুক 41 নম্বর জাতীয় সড়কের ওপর রামতারকের কাছে অল্টো গাড়িটি একটি ড্রাম্পারে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আচমকা রাস্তায় উঠে আসে মাল বহনকারী একটি লরি। ঘন কুয়াশার কারণে রাস্তা অন্ধকার ছিল। তার ফলেই দুর্ঘটনা। পরে এই ছোট গাড়ির পেছনে ধাক্কা মেরে অলটো গাড়ির পেছনে আটকে যায় গাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তারা। সেখানেই চারজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। গুরুতর জখম ২ জন কলকাতায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে খানাকুল ১ নম্বর ব্লকের কিশোরপুর পঞ্চায়েতের সদস্য শীতল মাঝি ও আশিস সাঙ্কি।স্বাভাবিকভাবে আকস্মিক এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।