করোনা আক্রান্ত হু হু করে বাড়ছে ভারতবর্ষেও। টানা ৪০ দিনের লকডাউন ঘোষণা হলেও আক্রান্তের সংখ্যায় কোনওভাবে রাশ টানা যাচ্ছে না। এদিকে ভারতবর্ষের প্রথমে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ৭৭৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এর ফলে করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। এছাড়া এখনও পর্যন্ত এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৭ জন।
কয়েকদিন আগে পর্যন্ত ভারতবর্ষে একদিনে যে হারে আক্রান্তের সংখ্যা ছিল এখন শুধু মহারাষ্ট্রে সমপরিমাণ আক্রান্ত হচ্ছে। সংক্রমণের এই গ্রাফই ক্রমশ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। অন্যদিকে, শুধুমাত্র বাণিজ্য নগরী মুম্বইয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার ছাড়িয়েছে। জনঘনত্ব অনেক বেশি হওয়াতেই এত দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে বলে অনেকের মত। মহারাষ্টের অধিকাংশ জেলাতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টার মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্য সরকারের।