এছাড়া আপনি কতবার সঙ্গম করলে কত টাকা পে করতে হবে, তাও জেনে নিতে পারবেন। তবে সবচেয়ে কম খরচে আছে কলেজ পড়ুয়া এবং গৃহবধূরা। আর গাঁঠের কড়ি সবচেয়ে বেশি খসবে অভিনেত্রী অথবা মডেলদের ক্ষেত্রে। তাই যেমন ব্যয় ঠিক তেমনি আয়। ভিআইপি মডেলদের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় এক লক্ষ টাকা। যদিও সারারাতের ক্ষেত্রে কিছুটা কমিয়ে দু’লক্ষ টাকাতেই আপনার সুখ সম্পন্ন হবে। কলকাতা শহরের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এদের আস্তানা। কলকাতা পার্কস্ট্রিট, ধর্মতলা, যাদবপুর, বড়বাজার সমস্ত জায়গাতেই রয়েছে সার্ভিস। এমনকী কলকাতা ছাড়িয়ে হাওড়া ব্যারাকপুরেও ছড়িয়ে গেছে এই সংস্থা গুলি। রয়েছে দুর্গাপুর, নৈহাটি, ধানবাদের মতো জায়গা গুলিও। কোন চত্বরে কে আছেন তারও উল্লেখ রয়েছে সাইটগুলিতে। রয়েছে খাটো পোশাক বা পোশাক বিহীন উত্তেজক বিভিন্ন ছবি। আর আপনি ছবি দেখেই পছন্দ করতে পারেন আপনার সজ্জা সঙ্গিনীকে। সঙ্গে আছে তাদের বয়স পরিচয় এবং স্তন বা নিতম্বের সাইজও।