জেলা রাজ্য

গ্রিন জোনে থাকা ২ জেলায় করোনার হদিশ, বাড়ছে উদ্বেগ

গ্রিন জোনে থাকা বীরভূম জেলায় শুক্রবার সকালেই মিলেছে ৩ জন কোভিড রোগীর। বৃহস্পতিবার রাতে অন্য গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় একসঙ্গে ৪ জনের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। পরপর এই দুই জেলার খবর যে প্রশাসনের উদ্বেগ বাড়াল। জানা গেছে, গত মাসের ২৬ তারিখে মুম্বই থেকে চিকিৎসা করিয়ে ফিরেছিলেন আক্রান্ত ওই তিন জন। ময়ূরেশ্বরের বাসিন্দা ওই তিন জনের মধ্যে ২ জন মহিলা, ১ জন পুরুষ। ফেরার পরে তিন জনেরই লালারসের নমুনা পাঠানো হয়েছিল তাতে রিপোর্ট পজিটিভ আসে। ৩ জনেরই বয়স ৫০-র ঊর্ধ্বে।


অন্যদিকে আলিপুরদুয়ারের ঘটনাতেও রয়েছে ভিন রাজ্যের যোগ রয়েছে বলে খবর। জানা গিয়েছে, দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করে ফিরছিলেন আলিপুরদুয়ারের ওই চার জন। অ্যাম্বুল্যান্স আটকে ২৭ এপ্রিল তাঁদের কোয়ারান্টাইনে পাঠায় স্বাস্থ্য দফতর। তাঁদের সোয়াব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার তাঁদের এই পরীক্ষার রিপোর্ট আসে। তখনই তাঁদের আক্রান্ত হওয়ার কথা জানা যায়।


Loading

Leave a Reply