রাজ্য

চলন্ত বাসে হস্তমৈথুন করে যুবতীর গায়ে বীর্য ফেলার দায়ে কলকাতায় গ্রেপ্তার যুবক।

ফের চলন্ত বাসে হস্তমৈথুন। যুবতীর গায়ে এসে পড়ল অভিযুক্ত যুবকের বীর্য। চরম অস্বস্তিকর ঘটনাটি রবিবার ঘটেছে বারাসত-বারুইপুর রুটের বাসের ভিতরে, বেলেঘাটা এলাকায়। বিকৃতমনস্ক ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।(Image Source:Google)

রবিবার ওই বাসটির সামনের দিকের একটি সিটে বসেছিলেন এক তরুণী। হঠাৎই তাঁর গায়ে কিছু এসে ছিটকে পড়ে। চিৎকার করে ওঠেন তিনি। দেখেন, তাঁর পাশে দাঁড়ানো যুবকের প্যান্টের চেন খোলা, হস্তমৈথুন করছে সে। তরুণী চিৎকার করে উঠলে দৌড়ে বাস থেকে নামতে যায় অভিযুক্ত যুবকটি। কিন্তু তার আগেই তাকে ধরে ফেলেন অন্যান্য যাত্রীরা।

পুলিশি জানিয়েছে, বেলেঘাটা জোড়ামন্দির এলাকায় বাড়ি অভিযুক্ত ওই যুবকের। ধৃতের নাম গৌরব দে। কী কারণে সে এমনটা ঘটালো, তা জিজ্ঞেস করা হলে সে কোনও প্রতিক্রিয়ায় দেয়নি বলে জানিয়েছে পুলিশ।

Loading

Leave a Reply