ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট।উত্তর ত্রিপুরা:-চীনের COVID-19 করোনা ভাইরাসের কুনজর বর্তমানে গোটা বিশ্বের উপর প্রভাব বিস্তার করে চলছে।এই ভাইরাসকে এক মহামারি রোগ বলে ইতিমধ্যে সবাইকে সতর্ক থাকতে বলে দিয়েছে ওয়ার্ল্ড হেল্থ ওরগেনাইজেশন।বর্তমান সময়ে করোনা ভাইরাসের থাবা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে।এতে স্বাভাবিক ভাবে জনমনে একরাশ দুশ্চিন্তা সহ হতাশা বিরাজ করছে।ভারতেও এ রোগের কিছুটা প্রকোপ পড়েছে বলে জানা গেছে।তবে বিষয়টির উপর ভারত সরকার সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কড়া নজর রেখে চলছে।স্থানে স্থানে খোলা হয়েছে বিশেষ পরীক্ষা কেন্দ্র সহ বিদেশী পর্যটকদের জন্য জরুরিকালিন চিকিৎসা পরিষেবা প্রদান কেন্দ্রের।
একিসাথে দেশের প্রতিটি স্বাস্থ্য বিভাগকে করোনা ভাইরাস সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার নির্দেশও জারি করা হয়েছে।দেশের প্রতিটি চেকগেটেও তল্লাশি জোরদার করে তোলা হয়েছে।সকাল ৫ টা থেকে রাজ্যের প্রবেশদ্বার উত্তর জেলার চুড়াইবাড়িতে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র বসানো হয়েছে। প্রতিদিন ভোর ৫ টা থেকে রাত ৭ টা পর্যন্ত চলবে স্বাস্থ্য দপ্তরের এই পরীক্ষা। মূলত দেশের বিভিন্ন রাজ্য থেকে চুড়াইবাড়ি সড়ক ৮ নং জাতীয় সড়ক পথ দিয়ে যাত্রী ও চালকরা রাজ্যে প্রবেশ করেন। আর সেই সকল যাত্রী ও চালকদের শরীরে মহামারী করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা করিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের পরীক্ষা কেন্দ্রের কর্মরত আধিকারিকরা।
তবে আজ বিকেল পর্যন্ত কোন যাত্রী চালক ও সহ চালকের শরীরে করুনা ভাইরাসের সংক্রমণের খবর মেলেনি। পাশাপাশি রেলপথেরর স্টেশন গুলিতেও অনুরূপ স্বাস্থ্য দপ্তরের করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। যাতে করে আগামী দিনে রাজ্যের জনগণ COVID-19 করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে পারেন তার জন্য সব প্রকার উদ্যোগ হাতে নিয়েছে রাজ্য সরকার।পাশাপাশি চুড়াইবাড়ি পরীক্ষাকেন্দ্রে যদি কোন করুণা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায় সেই রোগীকে রাজ্যের ধর্মনগর ও আগরতলা হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানো হবে বলেও জানান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।