করোনার আক্রমণের জেরে জেরবার প্রতিটি মানুষ। ভারতে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।অাক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২২৩। এরূপ পরিস্থিতিতে রাশ টানতে প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছেন প্রতিটি মানুষ একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশ গুলির মতো ভারতবর্ষে কারফিউ জারি হতে পারে। করোনাভাইরাসে রাশ টানতে না পারলে বেশ কিছুদিন হয়তো ভারতকেও কারফিউ জারি করতে হতে পারে। আর তারই ট্রেলর স্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত জনতা কারফিউয়ের আবেদন জানিয়েছেন।
প্রতিটি মানুষ প্রত্যেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিপক্ষে লড়তে হবে। আর করোনার প্রতিরোধ করার জন্য একমাত্র বাড়িতে মধ্যে থাকাই শ্রেষ্ঠ উপায়। সে কারণেই যে জনতা কারফিউ শুরু হতে পারে ভারতবর্ষে এবং রবিবার যার প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিতেই আরো এক ধাপ এগল রেলমন্ত্রক। ভারতবর্ষের সমস্ত মেল ট্রেন বন্ধ থাকবে শনিবার ভোর রাত থেকে রবিবার রাত্রি ১০টা পর্যন্ত। ইতিমধ্যে খবর পাওয়া গেছে ১৬৮ টি ট্রেন আগেই বাতিল করা হয়েছিল। এর পরেও যে সমস্ত ট্রেন গুলি চলছিল সেই সমস্ত মেল ট্রেন গুলিকে কারফিউয়ের আওতায় এনে বন্ধ রাখা হবে। এখন দেখার বিভিন্ন রকম টানাপোড়েন দূর করে প্রতিটি মানুষ একে অপরকে সহায়তা করার জন্য এগিয়ে এসে রবিবার কারফিউ পালন করেন কিনা !