দেশ

‘জয় করোনা’ বলতে বলতে হাততালি ও উদ্দাম নৃত্যে মাতল আইআইটির পড়ুয়ারা।

যত দিন যাচ্ছে ততই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরজেরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই বন্ধের জেরে আনন্দ উল্লাসে মাতল দিল্লি আইআইটির পড়ুয়ারা। রীতিমত খুশির মেজাজে শ্লোগান দিতে দিতে আনন্দে মশগুল এই কলেজের পড়ুয়ারা। মুখে স্লোগান উঠছে ‘জয় করোনা’। সোশ্যাল সাইটে এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। নেটিজেনরা অবশ্য এই ইস্যুতে ছাত্র-ছাত্রীদের এই কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন।

তাদের দাবি এমন একটি স্পর্শকাতর ও গুরুতর বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের উল্লাস করার মত কিছই ছিল না। আর পড়ুয়াদের এই ধরণের কর্মকাণ্ডের জেরে সমাজের কাছে অত্যন্ত নিন্দা বার্তা পৌঁছাবে। যদিও সমালোচকদের তোলা এই অভিযোগ মানতে নারাজ ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি তারা কোনো নেতিবাচক মানসিকতা থেকে এই ধরনের কাজ করেননি, এটি কেবলমাত্র তাদের ছুটির উল্লাস ছিল মাত্র।

Loading

Leave a Reply