জেলা

জেলাশাসকের পর এবার বদলি, বিষ্ণুপুরের মহকুমা শাসক।

জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এসের পর আর এক কর্মোদ্যোগী আধিকারিকের বদলির নির্দেশ এসে পৌঁছালো বাঁকুড়ায়। এবার বদলি হচ্ছেন বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মণ্ডল। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন অনুপ কুমার দত্ত। তিনি মুর্শিদাবাদ জেলা পরিষদের সচিব পদে কর্মরত ছিলেন। বিদায়ী মহকুমাশাসক মানস মণ্ডল উত্তর দিনাজপুর জেলার অনগ্রসর কল্যান দপ্তরের আধিকারিক হয়ে সেখানে যাচ্ছেন। শুক্রবারই নবান্ন থেকে এই নির্দেশ বাঁকুড়ায় এসে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে খবর, সামান্য সময়ের মধ্যে মহকুমাশাসক মানস মণ্ডল ও বিষ্ণুপুর যেন সমার্থক হয়ে উঠেছিল। প্রাচীণ এই শহরের ঐতিহ্যরক্ষায় নানাবিধ কাজ শুরু করেছিলেন তিনি। বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করা এই মানুষটির সঙ্গে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও দারুণ সখ্যতা ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, বিষ্ণুপুরের মহকুমাশাসকের পাশাপাশি বদলির নির্দেশ এসেছে খাতড়ার মহকুমাশাসক রাজু মিশ্রেরও। তিনি বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কাজে যোগ দিচ্ছেন। খাতড়ার নতুন মহকুমাশাসক হচ্ছেন শ্রী রবি রঞ্জন। তিনি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন।

Loading

Leave a Reply