লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।আটকে পড়াদের ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে বলে ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাদের রাজ্যে ফেরানোর তৎপরতাও শুরু হয়েছে বলে সোমবার ট্যুইট করে জানালেন মুখ্যমন্ত্রী ৷
এদিন ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যবাসীর সঙ্গে আছি ৷ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রাজ্যবাসীরা ৷ তাঁদের ফিরিয়ে আনতে সব ব্যবস্থা করা হবে ৷ কেউ অসহায়বোধ করবেন না৷ আপনাদের সঙ্গে আছি ৷