দেশ বিশ্ব

ঠিক এই কারনে আমেরিকা কে বাঁচাতে ট্রাম্প তাকিয়ে ভারতের দিকে।

ভয়ঙ্কর দ্রুততায় বাড়ছে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন।এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা সর্বাধিক আমেরিকায়। দ্বিতীয় স্থানেস্পেন তৃতীয় স্থানে ইতালি এবং চতুর্থ স্থানে নেমে এসেছে চীন। ট্রাম্পের দেশে বর্তমানে দিশেহারা অবস্থা। সেখানে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি। মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভয়ংকর অন্ধকারের মেঘ আমেরিকার আকাশজুড়ে। এই পরিস্থিতিতে ভারত সরকারের মুখাপেক্ষী হয়ে রয়েছে ট্রাম্পের সরকার।

ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলন করে সেই কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন করোনাভাইরাস মোকাবিলার জন্য তিনি একাধিকবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে আলোচনা করেছেন। কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই রোগের চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহৃত হচ্ছে তা ভারতের হাতে আছে। বহু পরিমানে ওষুধের অর্ডার আমেরিকা দিলেও বর্তমানে মোদি প্রশাসন এই ওষুধের রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছেন। ওষুধের নাম হাইড্রোঅক্সিক্লোরোকুইন।

এই ওষুধটি করনা মোকাবিলায় বহুল ব্যবহৃত হচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি নিজেও এই ওষুধ নিতে পারেন। ইতিমধ্যেই তার চিকিৎসকদের সাথে তিনি এই বিষয়ে আলোচনাও করেছেন। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ হয়নি বলেই জানা যাচ্ছে।এর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে মোদীর ফোনে আলোচনা হয়েছে তা টুইটারে জানান নরেন্দ্র মোদী। আর সেখানেই তিন জানিয়েছেন ওই সংকটের সময় কাঁধে কাঁধ মিলিয়ে ভারত ও আমেরিকা পরিস্থিতি মোকাবিলা করবে।

Loading

Leave a Reply