শনিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বেলুড়ে। তিন তলার ব্যালকনি ভেঙে ছিটকে পড়ে মৃত্যু হল দুই বোনের। শনিবার সন্ধ্যায় ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছিলেন দুই বোন। বেশ কিছুক্ষণ ধরেই তাঁরা সেখানে দাঁড়িয়েছিলেন। আচমকাই তিনতলার ব্যালকনিটি ভেঙে পড়ে যায়। এর ফলে সেখানে দাঁড়িয়ে থাকা দুই বোন ছিটকে পড়ে যান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলুড়ের গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে। এই ঘটনায় আশেপাশের বাড়ি সহ গোটা আবাসনেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিস জানিয়েছে, মৃত দুই বোনের নাম অনুরাধা শর্মা (৪০) ও দীপিকা ঢন্ড(৩৮)। ঘটনার পরই গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। পুলিস গোটা বিষয়টা তদন্ত করছে বলে জানা গিয়েছে।