দেশ

তিন মাস কোন ব্যাংক কোনরকম লোনের টাকা কাটবে না, জানিয়ে দিল RBI

সারাদেশে ক্রমশ করোনা ফাঁস হয়ে বসছে। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একগুচ্ছ নতুন প্রকল্পে ঘোষণা করেছেন। তার পরেও সাধারণের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়েছিল কিভাবে ব্যাংকের ইএমআই শোধ করা হবে তা নিয়ে। এই পরিস্থিতিতে ৩ মাস পর্যন্ত মুকুব করা হল সমস্ত রকম লোনের EMI৷ ২০২০-র ১ মার্চ থেকে এি সিদ্ধন্ত ধার্য করা হয়েছে ৷

আজ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷সমস্ত ধরণের ব্যাঙ্ক সহ এনবিএফসিকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ব্যাঙ্ক থেকে যে নিয়মে মাসে মাসে কেটে নেওয়া হয় EMI-র টাকা, তা আর কাটা হবে না নির্দিষ্ট সময় পর্যন্ত ৷ যে সময়সীমা বেঁধে দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তার মধ্যে ইএমআইয়ের জন্য কোনও টাকা কাটতে পারবে না ব্যাঙ্কগুলি ৷ সেই সময় পেরিয়ে গেলে সব স্বাভাবিক নিয়মেই চলবে৷করোনার জেরে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ৷

২১ দিনের লকডাউনের ফলে বন্ধ বহু প্রতিষ্ঠান ৷ এই পরিস্থিতিতে রোজগারের পথ বন্ধ হয়েছে বহু মানুষের৷ তাদের কথা ভেবে রিজার্ভ ব্যাঙ্ককে কিছু পদক্ষেপ নিতে অনুরোধ করে অর্থমন্ত্রক৷ পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিল আরবিআই । EMI দেওয়ার সময়সীমা পিছিয়ে দিতে অনুরোধ করেছিলেন বহু স্টেকহোল্ডার৷ লকডাউনের সময় কীভাবে EMI-র টাকা যোগাড় করবেন তারা, এমন চিন্তায় পড়েছিলেন বহু মানুষ, বিশেষ করে ব্যবসায়ীরা৷ সাধারণের এই দুশ্চিন্তার কথা মাথায় রেখে দেশের দুঃসময়ে আরবিআই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তির হাওয়া।

Leave a ReplyCancel reply