জেলা

ত্রিকোণ প্রেম ঘিরে দুই প্রেমিক গোষ্ঠীর তুমুল সংঘর্ষ, এক সঙ্গীর মৃত্যু

এক কিশোরী ও দুই কিশোরীর ত্রিকোণ প্রেমের সম্পর্ক ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল নরেন্দ্রপুর থানার খুরিদাবাদ এলাকায়। এক কিশোরীর সাথে প্রেম নিয়ে দুই প্রেমিকের বন্ধু বাহিনীর তুমুল সংঘর্ষ বাধে। দু’পক্ষই একে অপরকে ছুরি দিয়ে আক্রমণ চালায়। এতে দুই বন্ধুরই ছুরির আঘাত লাগে। তাতে বাবু হালদার নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও এক কিশোর ই-এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটবায় জড়িত সন্দেহে পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ। সোনারপুরের খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে খুরিদাবাদ গ্রাম। তার সংলগ্ন দাসপাড়া এলাকাটি পুকুর ভরাট, জমির দালালি, লরিতে রাবিশের কারবারের জন্য কাঁচা টাকার ভাণ্ডার হয়ে উঠেছে। এই এলাকায় যুব ও কিশোররাও এইসব কারবারে জড়িয়ে যাওয়ায় তাদের ছোটো ছোটো গোষ্ঠী তৈরি হয়েছে। সামান্য বচসা হলেই ছুরি বা আগ্নেয়াস্ত্র বিয়ে দাপাদাপি চলে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এমনই এক কিশোর গোষ্ঠীর এক সদস্যের সঙ্গে সেখানকার এক সাধারণ পরিবারের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পাড়ার সবাই সেটা জানত। কিন্তু অন্য এক গোষ্ঠীর এক সদস্যেরও মেয়েটিকে ভালো লেগে যায়। অনেকবার মেয়েটিকে ভালোবাসার কথা বলার চেষ্টা করলেও মেয়েটি বিশেষ পাত্তা দেয়নি।

হোলির দিন তাকে রং মাখাবে বলে ঠিক করলেও পথের কাঁটা হিসেবে মেয়েটির প্রথম প্রেমিক বাধা হওয়ায় তা সম্ভব হয়নি। ওইদিন বিকেলে প্রথম প্রেমিকের সামনেই দ্বিতীয় প্রেমিক মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তাতেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পাড়ার লোক বেরিয়ে তাদের ছাড়িয়ে দেয়। কিন্তু রাতে দুজনেই দলবল নিয়ে সংঘর্ষে জড়ায়। তাতেই বাবুলাল নামে এক যুবকের মৃত্যু হয়। বাবুলালেরও ওই এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেম ছিল। সে ওইদিন সেখানে প্রেমিকার সঙ্গে দেখা করার পর আড্ডা দিচ্ছিল। দ্বিতীয় প্রেমিকের বন্ধু হিসেবে সে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Loading

Leave a Reply