একই ঘরে দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। সাতসকালে এই ঘটনা নজরে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত দম্পতিরা হলেন মুসলিম মিঞা ডাফালি(৭০) এবং রহিমা বিবি(৫৪)। রবিবাসরীয় সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া পেপার মিল সংলগ্ন এলাকায়।
মৃতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে মগরা থানার পুলিশ। মিঞা পেশায় একজন তান্ত্রিক ছিলেন বলে এলাকাসূত্রে খবর। ওই দম্পতিরা আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে রয়েছে অন্যকোনও রহস্য তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।