দেশ

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৮৬, জানাল স্বাস্থ্যমন্ত্রক

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা নামক মারণ ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাস এখনো পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে মৃতের সংখ্যা ইউরোপ মহাদেশের বেশি। তবে গত কয়েক দিনে ভারত বর্ষ করণায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে আজকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৮৬ জন। এদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৬০০ ছাপিয়ে গেছে।

অন্যদিকে দিল্লির নিজামুদ্দিন এ যে জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল সেই সমাবেশস্থল সিল করে দেওয়া হয়েছে সরকারের তরফে। অন্যদিকে, দিল্লিতে করোনায় অাক্রান্ত হয়ে যে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে, তাঁর পরিবারের পাশে দাঁড়াল সরকার। তার পরিবারকে এক কোটি টাকা সাহায্যের আশ্বাস দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার নিরিখে চীনকে ছাপিয়ে গেছে আমেরিকা।

Loading

Leave a Reply