জেলা

দ্বিতীয় কন্যাসন্তানের মা সাংসদ অপরূপা পোদ্দার, ডাকনাম রাখা হল করোনা, ভালো নাম রাখবেন মুখ্যমন্ত্রী।

দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরের একটি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন সাংসদ। আর সদ্যোজাতর ডাকনাম রাখা হয়েছে করোনা।

সাংসদের পরিবারসূত্রে জানানো হয়েছে “বিশ্বজুড়ে করোনাভাইরাস এক অস্থিরতা তৈরি করেছে। এর মধ্যেই আমাদের সন্তান শান্তি বয়ে আনবে। তাই ওর নাম রাখা হয়েছে করোনা।” সাংসদের স্বামী জানিয়েছেন, শিশুকন্যার ভাল নাম রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতির কারণে অপরূপাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়নি পরিবার। শ্রীরামপুরের নার্সিংহোমে ভর্তি করা হয় সাংসদকে। সেখানেই তিনি কন্যাসন্তান প্রসব করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং সদ্যোজাত দু’জনই সুস্থ রয়েছে।

Rating: 0.5 out of 5.

Loading

Leave a Reply