জেলা

ধান কাটা জমিতে পড়ে শতাধিক মৃত পাখি, চাঞ্চল্য পূর্বস্থলীতে

করোনা আবহে এমনিতেই গোটা দেশজুড়ে আতঙ্কের পরিবেশ। তারমধ্যেই পূর্বস্থলীতে একটি মাঠে কয়েকশো পাখির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল রবিবার। বিকেল নাগাদ পারুলিয়া অঞ্চলের বেশ কিছু জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পাখিদের। অনেকে আতঙ্কে কিছু পাখি মাটিতে পুঁতে দেন। মৃত্যুর কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে হঠাৎ করে পাখিগুলি মাটিতে পুঁতে দেওয়ার ঘটনায় এলাকার মানুষের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।



স্থানীয়দের দাবি, এলাকার নীলকুঠি পুকুরের পাশে একটি বড় বিল রয়েছে। সারা বছর ওই বিলে জল থাকে। বিকেলের দিকে অনেক পরিযায়ী পাখি চুপির ছাড়িগঙ্গা ছেড়ে ওই বিলে জলকেলি করতে আসে। এদিনও তারা এসেছিল। কিন্তু হঠাৎ এত পাখির মৃত্যুতে রহস্য তৈরি হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কি না খতিয়ে দেখা হবে। তবে কি কারণে এই দুর্ঘটনা তা নিয়ে যথেষ্ট চিন্তিত এলাকার মানুষ।


Loading

Leave a Reply