প্রেমিকার জন্মদিনে সন্ধ্যাবেলা প্রেমিক বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে প্রেমিকার বাড়িতে যায়। জমিয়ে চলছিল জন্মদিনের পার্টিও। কিন্তু জন্মদিনের কেকে বিষ মিশিয়ে প্রেমিককে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। মৃত প্রেমিকের নাম রাকেশ আলি। ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার ঘোলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মুড়াগাছার প্রিয়াঙ্কার চক্রবর্তী নামে এক মহিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাকেশের। দুই পরিবারের পক্ষ থেকেই এই প্রেমের সম্পর্ককে মেনে নেওয়া হয়। মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়। স্বাভাবিকভাবে প্রেমিক তার প্রেমিকার পরিবারের লোকজনকে মাঝে মাঝে টাকা দিত। ৯ ফেব্রুয়ারি ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। আর এইদিনে শেষ পরিণতি। প্রেমিকার বিষ মেশানো কেক খেয়ে মারা গেল প্রেমিক। পাশাপাশি রাকেশকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় রাকেশকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ও পরে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালিন মারা গেল রাকেশ। প্রেমিকার জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে এভাবে চরম পরিণতি হবে তা স্বপ্নেও ভাবেনি তার পরিবারের লোকজন। যে হাত দিয়ে সারা জীবন এক হয়ে দাম্পত্য জীবন কাটানোর কথা ছিল, আর সেই হাত দিয়েই প্রেমিককে বিষ খাইয়ে মারল প্রেমিকা।