রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ শ্রী শ্রী চৈতন্য দেবের দীক্ষাগুরু শ্রী পাদ কেশব ভারতীর জন্মতিথি উপলক্ষে আউরিয়া মেলা কমিটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও ৫ দিন ব্যাপী কেশব ভারতীর মেলা শুরু হল পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের আউরিয়া হাইস্কুল ময়দানে। এইবার মেলা ২০০ তম বর্ষে পর্দাপন করল। কেশব ভারতীর জন্মভিটা আউরিয়া গ্ৰামে। কেশব ভারতীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল,পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া ঘোষ,উপপ্রধ সাগর সাহা,মেলা কমিটির সম্পাদক শুভেন্দু যশ,মেলা কমিটির সদস্য ধুলু ঘোষ,শৌলেন্দ্র নাথ ভারতী সহ প্রমুখ। মেলা উপলক্ষে হরিনাম সংর্কীত্তন,যাত্রানুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই উপলক্ষে সাধারণ মানুষদের জন্য চিড়ে মহোৎসব ও অন্নমহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রচুর মানুষ ভিড জমিয়েছে মেলা প্রাঙ্গনে। মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।