রাজ্য

পুরভোটের রণকৌশল ঠিক করতে কাল থেকে দু’দিনের বৈঠকে বিজেপি

রাজ্যের শতাধিক পুরসভার নির্বাচনকে মাথায় রেখে রণকৌশল ঠিক করতে বিশেষ বৈঠক ডাকল বিজেপি নেতৃত্ব। ১৪ ও ১৫ ফেব্রুয়ারি এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। শুক্রবার ১৪ তারিখ সমস্ত জেলা সভাপতিকে ডাকা হয়েছে। তার আগে অবশ্য প্রত্যেককে হোমওয়ার্ক করে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পুরসভাগুলির কোন কোন জায়গায় কাউন্সিলারদের কী কী সমস্যা রয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হবে কালকের বৈঠকে।

১৫ ফেব্রুয়ারি শনিবার রাজ্যের সমস্ত এমএলএ, এমপি ও শীর্ষ নেতাদের ডাকা হয়েছে। ওইদিনই ভোটে কোথায় কী পরিকল্পনা নেওয়া হবে অর্থাৎ ভোটের রণকৌশল ঠিক করা হবে বলে জানা গেছে। অন্যদিকে পুরভোটের আগে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি করেছে বিজেপি। জানা গেছে, এবার কলকাতা পুরসভাকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে বিজেপি নেতৃত্ব। কারণ এই পুরসভা ভোটই ২০২১ বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অ্যাসিড টেস্ট হতে চলেছে। তাই দুদিনের ওই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ন হতে চলেছে।

Loading

Leave a Reply